“অনেক কষ্ট নিয়ে মণিকর্নিকা ছেড়েছিলাম” : সোনু সুদ

0

সমাচার ডেস্ক: The Queen of Jhansi নিয়ে এর আগেও বহু বিতর্ক হয়েছে। ফের সেই বিতর্ক উসকে দিলেন অভিনেতা সোনু সুদ। জানালেন ঠিক কী কারণ তাঁকে বাধ্য করেছিল মণিকর্নিকা ছেড়ে বেরিয়ে আসতে। মণিকর্নিকা কঙ্গনা রানাওয়াত  অভিনীত এবং পরিচালিত ছবি।

একটি সাক্ষাত্‍কারে সোনু জানালেন, ‘কঙ্গনা বহুদিন ধরে আমার বন্ধু। আমি ওর সেন্টিমেন্টে আঘাত দিতে চাই না। বড় অংশের শ্যুটিং হয়ে যাওয়ার পর একদিন কৃষ জানালেন তিনি আরও এই প্রজেক্টের অংশ নন। এর পর কঙ্গনা আমার সঙ্গে যোগাযোগ করেন। বলেন তিনি এই ছবিটি পরিচালনা করতে চান আর এ বিষয়ে আমার সাহায্য চাই। তখন আমি ওঁকে জানাই সেটে কৃষকে ফিরিয়ে আনতে হবে কারণ এই ছবির জন্যে ও অনেক পরিশ্রম করেছে। কিন্তু কঙ্গনা এতে রাজি হননি। স্পষ্ট জানিয়ে দেন তিনিই এই ছবির পরিচালনা করতে চান। তখন আমি ওঁকে বলি ছবির রাশ আমাকে পাঠাতে আর তখনই দেখি আমার ৮০ শতাংশ সিন কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাকে যে দৃশ্যগুলি পড়ে শোনানো হয়েছিল তার কিছুই প্রায় ছিল না। তখন আমি কঙ্গনার সঙ্গে কথা বলি। এবং বন্ধুর মতোই ও আমাকে জানায়, পরিচালক হিসেবে ছবিটি অন্যভাবে শ্যুট করতে চায়। তবে ওর মতের সঙ্গে আমার মিলছিল না, তাই জানাই যদিও ও আমার খুব ভালো বন্ধু তবুও ওর চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তাভাবনা মিলছে না। সেই কারণেই ছবি ছেড়ে বেরিয়ে এসেছিলাম এবং ওকে জানিয়েছিলাম এই নিয়ে কারও সঙ্গে কথা বলব না। মণিকর্নিকাকে আমি চার মাস সময় দিয়েছিলাম। এই ছবির জন্যে অন্য বেশ কিছু কাজ আমার হাতছাড়াও হয়েছিল। খুব খারাপ লেগেছিল, কিন্তু আমি কিছু বলিনি।’

উল্লেখ্য, কঙ্গনা সোনু সুদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তিনি নাকি মহিলা পরিচালকের অধীনে কাজ করতে চাননি তাই মণিকর্নিকা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এর উত্তরে সোনু বলেন, ‘আমি কোনওদিনই বলিনি যে মহিলা পরিচালকের অধীনে কাজ করব না। এর আগেও তো হ্যাপি নিউ ইয়ারে ফারাহ খানের সঙ্গে আমি কাজ করেছি। তাহলে কীসের সমস্যা থাকতে পারে! আমি শুধু এটাই বলেছিলাম, একই ছবিতে দু’জন পরিচালকের সঙ্গে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।