সমাচার ডেস্ক:মুক্তি পেয়েছে ১৫ তারকার এক সুরে গাওয়া গান ‘হাম হিন্দুস্তানি’ । ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন আগে ইউটিউব এ মুক্তি পেয়ছে এই ভিডিও । ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে শ্রোতাদের। কোরাস এই গানের ভিডিও তে দেখা গেছে একেরপর এক সুনামধন্য তারকা । গানে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর , অমিতাভ বচ্চন, পদ্মিনী কোলাপুরি, অনিল আগরওয়াল, সোনু নিগম, কৈলাস খের, অলকা ইয়াগনিক, তারা সুতারিয়া, অঙ্কিত তিওয়ারি, সাব্বির কুমার, জিন্নত জুবেইর, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা, সিদ্ধান্ত কাপুর ও শ্রুতি হাসান।