বিনোদন ডেস্ক: আগামী ১২ জুন মুক্তি পেয়েছে হৃতিক রোশনের ‘সুপার থার্টি’।গণিতবিদ আনন্দ কুমারের জীবনীভিত্তিক চিত্রনাট্য নিয়ে ‘সুপার থার্টি’ ।বক্স অফিসে আট দিনে আয় ৮০ কোটি টাকার বেশি । বাণিজ্যিক বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, দ্বিতীয় সপ্তাহের শুক্রবারও ভালো আয় করেছে ‘সুপার থার্টি’। এমনি আন্তর্জাতিক বক্স অফিসে ছবিটি এ পর্যন্ত আয় করেছে ২২ কোটির বেশি।সবমিলিয়ে হৃতিক রোশনের ‘মহেঞ্জোদারো’ ও ‘কাবিল’-এর চেয়ে অনেক ভালো করছে ‘সুপার থার্টি’।
#Super30 is super-strong on [second] Fri… Biz should witness significant growth on [second] Sat and Sun… Will comfortably cross ₹ 💯 cr mark in Week 2… [Week 2] Fri 4.51 cr. Total: ₹ 80.36 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) July 20, 2019