পাকিস্তানে হাসপাতালে আইনজীবীদের হামলা, ৪ রোগীর মৃত্যু

0

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিক্ষুব্ধ আইনজীবীরা একটি হাসপাতালে তাণ্ডব চালালে পরিস্থিতির শিকার হয়ে চার রোগীর মৃত্যু হয়। এক চিকিৎসক আইনজীবীকে মারধর করেন এমন ঘটনার প্রতিবাদ জানাতেই বুধবার লাহোরে অবস্থিত একটি হৃদরোগ ইনস্টিটিউটে সম্মিলিতভাবে এ তাণ্ডব চালায় আইনজীবীরা।

বিক্ষুব্ধরা হৃদরোগ হাসপাতালের দরজা-জানালাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। কয়েকটি গাড়িতেও তারা আগুন দিয়েছে। হাসপাতালের এক চিকিৎসক জানান, বিক্ষোভকারীদের কেউ কেউ গুলিও ছুড়েছে। তারা পুলিশের দিকে ইট-পাথর ছুড়ে মারে বলে জানান তিনি।

ঘটনায় ওই হাসপাতালে যাওয়া এক আইনজীবী অন্য রোগীদের লাইনে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়ে হট্টগোল করলে সেখানকার চিকিৎসকরা তাকে পেটান। পরে সেই ঘটনা নিয়ে একটি বিদ্রুপাত্মক ভিডিও প্রকাশ করে তারা। ক্ষুব্ধ আইনজীবীরা তার প্রতিশোধ নিতেই আজ বুধবার সম্মিলিতভাবে হাসপাতালে গিয়ে এ তাণ্ডব চালায়।

বিক্ষুব্ধ আইনজীবীরা প্রথমে হাসপাতালটির প্রবেশ পথের সব দরজা বন্ধ করে দেন। তারা হাসপাতালের সরঞ্জাম ও জানলাসহ সেখানে থাকা গাড়িতে ভাঙ্চুর চালান। জরুরি বিভাগের দরজা ভেঙে ফেলেন। ডন বলছে, সে সময় হাসপাতালের কর্মীরা জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। এই ঘটনায় নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় তিব্র নিন্দা জানিয়ে তদন্ত শুরু করেছে।