মুসলিম বিয়ের কার্ডে হিন্দু সম্প্রদায়ের দেব-দেবির ছবি !

0

ওয়েব ডেস্কঃ   মুসলিম বিয়ের কার্ডে হিন্দু সম্প্রদায়ের দেব-দেবির ছবি দিয়ে সম্প্রদায়িকতার নজির গড়লেন উত্তর প্রদেশের সুলতালপুর জেলার এই মুসলিম পরিবার। এরমধ্যেই দিলেন দুই ধর্মের লোকেরা শান্তিতেই বসবাস করার প্রস্তাব ।  মুসলিম বিয়ের কার্ড দেব-দেবির ছবি সাথে ক্যালেন্ডারের পেছনে দেওয়া আছে বিয়ের পাত্রের নাম মোহাম্মদ নাসির এবং কনে আমিনা বানু। বিশেষ করে হিন্দু অতিথিদের খুশি করারা জন্য এই আয়োজন ৷

শুক্রবার বিয়ে করেছেন তারা। মোহাম্মদ নাসির ছড়েরা গ্রামের বাসিন্দা। কার্ড হাতে দিয়ে নিমন্ত্রিতদের আন্তরিকভাবে জানিয়েছেন, আল্লাহর মতই সমান শ্রদ্ধা করেন হিন্দু দেব-দেবীদের। তাই শুভ কাজে তাদের স্মরণ করেছেন তিনি।

ছেলের বিয়ের কার্ড নিয়ে মুখ খুলেছেন নাসিরের বাবা এবং রসুলাবাদের সরকারি হোমিওপ্যাথি হাসপাতালের কর্মচারী মোহাম্মদ মুবিন। তিনি জানান, কেউ এ ধরনের কার্ড তৈরি করতে তাকে চাপ দেয়নি। তিনি নিজের এবং পরিবারের ইচ্ছায় এ ধরনের কার্ড তৈরি করেছেন।

তিনি আরও বলেন, আত্মীয়-স্বজনদের কার্ড পাঠানোর পরে সবাই চমকে গেছেন হিন্দু দেব-দেবীদের ছবি দেখে। কিন্তু কেউ কোনও আপত্তি জানাননি বরং প্রশংসা করেছেন। এভাবেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন তারা।