সমাচার ডেস্কঃ- গত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে বেহল অবস্থা মুম্বাই শহর । তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়া নাজেহাল অবস্থা মুম্বাইয়ের । গতকাল সন্ধ্যায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে শহরের ওপর দিয়ে । শহরের প্রধান দু’টি এলাকার উপচে পড়েছে জল বেরনোর রাস্তা নেই । বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা ।
বৃষ্টিতে জলমগ্ন পুরো মুম্বাইয়ে রাস্তা । রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি গুলি জলের উপরে ভাসছে । জলমগ্ন পুরো এলাকায় , এখন গৃহবন্দী মানুষ । এলাকায় মানুষকে উদ্ধারে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর । সব মিলিয়ে শহরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
Severe waterlogging in south #Mumbai‘s Bhendi Bazar area#MumbaiRains pic.twitter.com/tDfkXSdmYX
— TOI Mumbai (@TOIMumbai) August 5, 2020
আপাতত মুম্বাইয়ের এই বিপদ কাটার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বরং বৃহস্পতিবারও নগরীর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী ত্রাণ শিবিরও খোলা হয়েছে।
জল জমে বিভিন্ন রাস্তা বন্ধ হওয়ার পাশাপাশি গাছ পড়েও রাস্তা বন্ধ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বের হওয়ার আবেদন করেছে রাজ্য সরকার।