উত্তপ্ত করিমপুর ,জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে কিল-চড়-ঘুষিও,এর পর ঝোপের মধ্যে পড়ে যান!

0

সমাচার ডেস্ক:আজ রাজ্যের তিন তিনটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর।আজ মোট ৭ লক্ষ ৩৪ হাজারের বেশি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে।মোট ১৮ জন প্রতিযোগী‌। ভোট শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশ ও ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভোটের দিন উত্তপ্ত করিমপুর বিধানসভা কেন্দ্রের নথিডাঙার ২১, ২২ ও ২৩ নম্বর বুথে। বিজেপির অভিযোগ,কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জয়প্রকাশ মজুমদারকে ধাক্কা মেরে বার করে দেয়। এমনকি করিমপুরের পিপুলখোলায় এলাকায় কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। রাস্তায় ফেলে কিল-চড়-ঘুষিও মারার অভিযোগ ওঠে।এর পর ঝোপের মধ্যে পড়ে যান জয়প্রকাশ মজুমদার।

অন্যদিকে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ভোটকেন্দ্রের কক্ষে নিজের স্ত্রীকে দেখিয়ে দিচ্ছে কথায় ভোট দিতে হবে।

আগামী ২৮ নভেম্বর ওই তিন কেন্দ্রের ভোটের ফল প্রকাশিত হবে।কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের অকাল মৃত্যুর কারণে আসনটি খালি হয়ে আছে। তৃণমূলের মহুয়া মৈত্র এবং BJP-র দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় হওয়ার পর থেকেই করিমপুর , খড়গপুর এই দুটি আসন খালি হয়ে আছে।