নৃশংস ১৯৯৩ এর মুম্বাই হামলায় মুল ইয়াকুব কে বাঁচাতে চেয়েছিলেন তিনি! আসলাম শেখ আজ কংগ্রেসের মন্ত্রী মহারাষ্ট্রে

0

ওয়েব ডেস্ক: আসলাম শেখ মহারাষ্ট্রের রাজনীতিতে খ্যাতনামা মুসলিম চেহারাদের মধ্যে একটি। ঠাকরে সরকারে কংগ্রেসের কোটা থেকে আসলাম শেখকে মন্ত্রী পদ দেওয়া হয়েছে। মুম্বাইয়ের মালাড এলাকা থেকে আসলাম শেখ এবার বিধায়ক হয়েছেন। কংগ্রেসের টিকিটে লাগাতার তিনবার বিধায়ক হয়েছেন তিনি। মহারাষ্ট্রে কংগ্রেসের মোট ৪৪ জন বিধায়ক আছে, যার মধ্যে তিনজন মুসলিম। মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন নিয়ে বরাবরই নাগরদোলা খেলা কারণ কখনো বিজেপি তো কখনো আবার কখনও বা শিব সেনা কখনও বা কংগ্রেস নির্ভরশীল নিজের নিজের বিড়াল।

কংগ্রেস বিধায়ক আসলাম শেখ ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে একটি চিঠি লিখেছিলেন, ওই চিঠিতে উনি ১৯৯৩ সালে মুম্বাই হামলায় দোষী ইয়াকুব মেমনের প্রাণ ভিক্ষার আবেদন করেছিলেন। ইয়াকুব মেমন ১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলায় দোষী ছিল, আর তাঁকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি এক মেননের মত লোককে ফাঁসির সাজা থেকে বাঁচাতে চায় তাকেই কিনা মন্ত্রী পদে বসতে হচ্ছে ভারতের সংবিধানে হাত রেখে?