হাথরস , আরো এক ৬ বছরের শিশু ধর্ষণের পর মৃত্যু যোগি রাজ্য , মৃতদেহ নিয়ে রাস্তায় বিক্ষোভে পরিবার !

0

সমাচার ডেস্কঃ- যৈগি রাজ্যে হাথরস এর পর ধর্ষণের পরে মৃত্যু এক ৬ বছরের শিশুর । এর জেরে দেশজুড়ে বিক্ষোভ মিছিল । উওর প্রদেশের লখনউ থেকে ৪০০ কিলোমিটার দূরে কোতোয়ালি সাদাবাদ থানার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম জাতোই। সেখানেই দশদিন আগে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরিবারের তরফে শিশুটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লির এক বেসরকারি হাসপাতালে এদিন শিশুটির মৃত্যু হয় । মৃত্যু হওয়া নাবালিকার পরিবার ব্যাপক ক্ষোভে মৃতদেহ নিয়েই রাস্তা অবরোধ করছেন ।

সংবাদ মাধ্যমে সূত্র , ধর্ষিত নাবালিকা শিশু বাড়ি হাথরসের সাদবাদ এলাকায় । আসামিরা গ্ৰেফতার না হওয়া পর্যন্ত রাস্তায় বিক্ষোভ পরিবারের , ততক্ষণ মেয়ের শেষকৃত্য করবে না জানিয়েছে পরিবার । ঘটনাস্থলে ইতিমধ্যেই বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । পুলিশ জানিয়েছে অভিযুক্ত গ্ৰেফতার হয়েছে , এখনে পরিবারের দাবি , পুলিশ সঠিক আসামিদের ধরেনি । এখানেও হাথরসের মতো পুলিশ ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ?

প্রসঙ্গত , হাথরসে আরো এক ২০ বছরের দলিত তরুণী গণধর্ষণের পর নৃশংস অত্যাচারের শিকার হয় । গত ১৪ সেপ্টেম্বর এই নৃশংস ঘটনা ঘটে ওই তরুণী সাথে , ২৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয় । হাথরাসের গণধর্ষণ কান্ডে প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার দেহ পরিবারের অমতেই জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। হুমকি দেওয়া হয় পরিবারকেও। গর্জে ওঠে সারা দেশ ।  হাথরসের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ , প্রশ্ন চিহ্ণে ঝুলছে  পুলিশের ভূমিকা ?