দেশের কুলভূষণ মামলায় মাএ ১ টাকা পারিশ্রমিক নিয়েছেন হরিশ সালভে!

0

কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড আপাতত রদ করে দিলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদলত । বুধবার কুলভূষণ মামলায় পাকিস্তানকে জোর ধাক্কা দিয়েছেন আইনজীবী হরিশ সালভে । তাঁর জোরাল সওয়ালেই নিজেদের যুক্তি দাঁড় করাতে পারেনি পাকিস্তান।
     

আন্তর্জাতিক আদালতে বিশিষ্ট এই আইনজীবীকে নিয়োগ করা নিয়েও বহু জলঘোলা হয়। কিন্তু দেশের এই বিখ্যাত আইনজীবী দেশের হয়ে ওই মামলা লড়তে কত পারিশ্রমিক নিয়েছেন শুনলে তাজ্জব হয়ে যাবেন। প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, দেশের জন্য মামলা লড়তে মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছেন সালভে।

 


বুধবার আন্তর্জাতিক আদালতে ভারতের পক্ষেই রায়ে দিয়েছেন বিচারকরা। ১৬ বিচারকের মধ্যে ১৫ জনই ভোট দিয়েছেন ভারতের পক্ষে। এর ফলে কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তানকে।