হেয়ার স্টাইল শুধু মানুষই নয় করছে এই সুন্দরী হস্তিনী, চুল ঠিক রাখতে দিনে ৩ বার শ্যাম্পু!

0

সমাচার ডেস্ক: হেয়ার স্টাইল শুধু মানুষই করে না, হেয়ারস্টাইল কিন্তু সেঙ্গামলাম ও করে। ভাবছেন তো সেঙ্গামালাম কে?মান্নারগুড়ি শহরের রাজগোপালাস্বামী মন্দিরের একজন হস্তিনী হল সেঙ্গামালাম।2003 সালে কেরল থেকে তামিলনাড়ুর রাজগোপালাস্বামী মন্দিরে সেঙ্গামালমকে নিয়ে আসেন মাহুত এস রাজা গোপাল।এই মাহুত ই খুব সুন্দর করে হস্তিনীকে ববছাট কেটে দিয়েছেন।

সেঙ্গামালামের এই ছবিতে 10 হাজারেরও বেশি লাইক পড়েছে। কেউ কেউ আবার কমেন্টে লিখেছেন এই হস্তিনীর সাথে দেখা হওয়ার অভিজ্ঞতার কথা।কিন্তু মাহুত কেন এই রকম স্টাইলে চুল কেটে ছিলেন ঐ হস্তিনীর। 2018 সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সেঙ্গামালাম এর মাহুত রাজা গোপাল বলেন-“সেঙ্গামালাম আমার সন্তান তুল্য। আমি চেয়েছিলাম যাতে ওর এমন একটি বিশেষ চেহারা হয়, যাতে সকলের ওকে নজরে পড়বে।

একবার আমি ইন্টারনেটে একটি ভিডিওতে একটি হাতির বাচ্চার ওরকম চুল দেখেছিলাম। আর তারপর থেকে আমি সেঙ্গামালামের চুল বাড়াতে শুরু করি। তবে হ্যাঁ সেঙ্গামালামের শান্ত ও বন্ধুত্বপূর্ণ প্রকৃতির কারণেই তার ওইরকম ববকাট করা সম্ভবপর হয়েছিল।”

বপকট সেঙ্গামালমকে যেই দেখে সেই ছুটে যায় তার সাথে সেলফি তুলতে। প্রায় ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় ঐ হস্তিনীর ববকাট চুলের ছবি।