সমাচার ডেস্ক: জয় গোস্বামী তারা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় লিখেছেন-“গান দাঁড়াল ঋষি বালক/মাথায় গোঁজা ময়ূর পালক/তোমায় নিয়ে বেড়াবে গান/নদীতে , দেশে গায়ে”গান যে কত মানুষের মধ্যে এক লহমায় প্রভাব বিস্তার করতে পারে তা হয়তো সকলেরই জানা।
করোনাভাইরাস এর সাথে যুদ্ধ।এটি একটি নতুন ধরনের ভাইরাস এবং ভাইরাসটি শিশু বা গর্ভবতী মায়েদের কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না। আমরা শুধু এটুকু জানি যে, যে কোন বয়সের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে।
টেড্রোস বলেছিলেন-, ‘ঘরে থাকার আদেশ এবং শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য নেয়া পদক্ষেপের কারণেই সংক্রমণের হার কমে গেছে। তবে ভাইরাসটি এখনও যথেষ্ট ভয়াবহ।’‘শুরুর দিকে পাওয়া প্রমাণের ভিত্তিতে বলা যায় যে বিশ্বের অধিকাংশ মানুষই ঝুঁকিতে রয়েছে, অর্থাৎ মহামারি আবারও ভয়াবহ রূপ নিতে পারে।’
তবে এসব কিছুকে ভুলে এখন গানের মাধ্যমে তারা ছড়িয়ে দিতে চাইছেন মানুষের বাঁচার উপায়। করো না যোদ্ধাদের সম্মান জানিয়েছেন তারা। এই ভার্চুয়াল দুনিয়ায় তারা মানুষকে সচেতন করবার জন্যে সাড়া জাগিয়েছেন আবালবৃদ্ধবনিতা সকলের মধ্যে। জি বাংলার খ্যাত 2014 সারেগামাপার মঞ্চে থেকে উঠে আসা সৈনিক তারা। এবার ভারতের করোনা যুদ্ধের সৈনিক হিসাবে নিজের কন্ঠস্বর কে বেছে নিয়েছেন।
গ্রুপ এর নাম NINE শুনে অবাক হলেন নিশ্চয়ই? তবে গানটি শুনলে আপনারও মনে জাগবে উদ্দম সাহস। এই সুন্দর গানটি কে দর্শক ও শ্রোতাদের সামনে যারা নিয়ে আসতে পেরেছেন তারা হলেন Aritra Dasgupta, Anwesha Dutta, Arfin Rana, Ahenjita Ghosh, Pranay Majumder, Pooja Sarkar, Kamolika Charkaborty, Rik Basu and Tamojit Dasgupta. গানটির লিরিক্স করেছেন তমজিত দাশগুপ্ত।” আমরা করবো জয়”” আসবে সুদিন” গানের প্রতিটি পংক্তিতে তারা বেঁধে দিয়েছেন কিভাবে মানুষ সমাজবদ্ধ জীব হিসাবে একে অপরের সাথে ব্যবহার করবে।
কিভাবে করোনাভাইরাস এর সাথে সামাজিক দূরত্ব বিধি মেনে চলবে। কিভাবে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নিজেকে বাঁচাবে অন্যকেও বাঁচিয়ে তুলবে। আবার নতুন ভোর আসবে, চেনাজানা ব্যস্ততা জীবনের প্রভাব নিয়ে আসবে সেই আশার বাণী শুনিয়েছেন গানে। ভয়ে মুষড়ে যাওয়া মানুষকে সাহস যুগিয়েছে গানের মাধ্যমে।