সমাচার ডেস্ক : পুত্র সন্তানের পিতা হলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ৷আজ ( বৃহস্পতিবার) বাগদত্তা নাতাশা স্টানকোভিচ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷নিজের টুইটারে এই খবরটি জানিয়েছে ।
We are blessed with our baby boy ❤️🙏🏾 pic.twitter.com/DN6s7aaZVE
— hardik pandya (@hardikpandya7) July 30, 2020
আপনাদের জানিয়ে রাখি ১ জানুয়ারি মাসে সার্বিয়ান অভিনেত্রী স্টানকোভিচের সঙ্গে বাগদান পর্ব সারেন হার্দিক পাণ্ডিয়া ৷ তারপর ৩১ মে হার্দিক জানিয়েছিলেন নাতাশা সন্তানসম্ভবা ৷
ভারতীয় দলের অন্যতম সফল অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তবে বেশ কিছু দিন পিঠের চোটের কারণে দল থেকে বাইরে ছিলেন ৷দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল । কিন্তু কোরোনা ভাইরাসের জন্য এই সিরিজ স্থগিত করে দেওয়া হয়
মাত্র ২৬ বছর বয়সে ভারতের হয়ে ১১ টেস্ট ম্যাচ , ৫৪ টি ওয়ানডে এবং ৪০ টি টি-২০ ম্যাচ খেলেছেন।