সবজি কিনতে গিয়ে হাতে ছ্যাকা আমজনতারঃ টানা ২১ দিন দাম বাড়ল জ্বালানির

0

সমাচার ডেস্ক: জীবনে মানুষের এখন অভাব-অনটন নিত্যসঙ্গী। খেটে খাওয়া দিনমজুর দের কাছে সামান্যতম সবজি কেনাটাই এখন অনেক চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে বৃদ্ধি পেয়েছে তেলের দাম। অন্যদিকে এই জ্বালানি বৃদ্ধির ফলে যানবাহনের খরচ বৃদ্ধি ঘটছে মুহুর্মুহু। প্রভাব পড়ছে সরাসরি বাজারে। তো কিছুদিনের জন্য যদি তেলের বাজারের দিকে নজর রাখা যায় তো দেখা যাবে।

৬ জুন থেকে ২৭ জুন পর্যন্ত একটানা ২১ দিন ধরে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম৷ শনিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছে ৮০.৩৮ টাকা৷ অন্যদিকে, ডিজেলের দামও লিটার প্রতি ২১ পয়সা বেড়ে হয়েছে ৮০.৪০ টাকা৷ এদিন কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ২৩ পয়সা বেড়ে দাঁড়াল ৮২.০৫ টাকা এবং ডিজেল ১৮ পয়সা বেড়ে হল ৭৫.৫২ টাকা। এই নিয়ে শহরে ২১ দিনে পেট্রলের দাম বাড়ল লিটার পিছু ৮.৭৫ টাকা এবং ডিজেল লিটার পিছু বাড়ল ৯.৯০ টাকা। এর প্রভাবে অগ্নি মূল্য বাজার। সাধারণ সবজি কিনতে গিয়ে আম জনতার হাতে ছ্যাকা।

টানা ২১ দিন দাম বাড়ল জ্বালানি তেলের৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পরিবহণ খরচও৷ যার প্রভাব পড়ল এবার সবজির বাজারে৷ জ্বালানির আগুনে বাজারে মহার্ঘ্য সবজি৷ খোলা বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া