পরিযায়ীদের টাকা দিন, কীভাবে দেবেন,কেন্দ্রকে জানাল তৃণমূল

0

রাজীব ঘোষঃ- পরিযায়ী শ্রমিকদের একাউন্টে ১০ টাকা করে দিন। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ৫৩ হাজার কোটি টাকা। এরমধ্যে ৩৬ হাজার কোটি টাকা রয়েছে বিভিন্ন প্রকল্পের, ৩ হাজার কোটি টাকা রয়েছে ভর্তুকির এবং ৩ হাজার কোটি টাকা এপ্রিল-মে মাসের জিএসটির বকেয়া। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এই কথা বললেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফেরার পরেও আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। তাদের জন্য ১০০ দিনের কাজের বন্দোবস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের ব্যাংক একাউন্টে ১০ হাজার টাকা করে এককালীন দেওয়ার জন্য তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের কাছে জানানো হয়েছে।

ডেরেক ও ব্রায়েন বলেন, করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য সরকার এখনো পর্যন্ত ১২০০ কোটি টাকা খরচ করেছে। এরমধ্যে ন্যাশনাল হেলথ মিশনের রয়েছে ১৪৪ কোটি টাকা, এসডিআরএফ খাতের রয়েছে ২৫০ কোটি টাকা, বাকি ৮০৬ কোটি টাকা কোথায়, কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন তৃণমূলের মুখপাত্র এবং সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এরপর তিনি পরিযায়ী শ্রমিকদের টাকা দেওয়ার প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় সরকার ২ বছরের এমপি ল্যাড সাসপেন্ড করেছে।

দুই বছরের এমপি ল‍্যাডের হিসাব অনুযায়ী কেন্দ্রের কাছে ৮ হাজার কোটি টাকা থাকছে। এমপি ল‍্যাডের এই টাকা থেকে ৮০ লক্ষ পরিযায়ী শ্রমিকদের ব্যাংক একাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হোক, এই দাবি জানান ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রীয় সরকার যে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে সেটা ফাঁপা। অসংগঠিত ক্ষেত্রের জন্য কোন সহযোগিতা করেনি কেন্দ্রীয় সরকার, অভিযোগ করেন তৃণমূলের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ।