কপ্টার দুর্ঘটনায় প্রয়াত দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত

0

সমাচার ডেস্ক: তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরে, বুধবার, ৮ ডিসেম্বর একটি বড়সড় দূড় ঘটনা ঘটে গেছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ অনেক সিনিয়র সেনা অফিসার হেলিকপ্টারে ছিলেন এবং একটি প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছিলেন।

১৪ জন ছিলেন ওই বিমানে, নীলগিরির কাছে হঠাৎ করে বিমান ভেঙে পড়ে। তৎক্ষণাৎ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমানটি MI সিরিজের (MI-17) ছিল। কোয়েম্বাটুর থেকে কুন্নুরের উদ্দেশ্যে যাচ্ছিল ওই বিমান।

CDS বিপিন রাওয়াতের স্টাফ এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে MI-সিরিজের হেলিকপ্টারে যাচ্ছিলেন তখন তামিলনাড়ুর কোয়েম্বাটোর এবং সুলুরের মাঝে এটি ভেঙে পড়ে।এদিন সেই দুর্ঘটনাতেই মৃত্যু হল বিপিন রাওয়াত, স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১১ জনের।ইতিমধ্যেই এই তথ্যটি বায়ুসেনার তরফে থেকে টুইট করে জানানো হয়েছে।উইং কমান্ডার পৃথ্বী সিং চৌহান Mi-17v5 এর পাইলট ছিলেন।

বিপিন রাওয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ছিলেন, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল।