এনকাউন্টার বিষয়ে “কাউন্টার অ্যাটাক” করলেন গৌতম গম্ভীর!

0

মাঠের 22 গজে সময় কাটিয়েছিলেন তিনি। এরপর রাজনীতির বাইরে তিনি যখন প্রবেশ করেছেন কখনো চুপ থাকেননি। কোন বিষয় নিয়ে এর আগে তিনি কিছু গরিবদের পেছনে দাঁড়িয়ে তাদের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এবার গণধর্ষণ নিয়ে মুখ খুললেন তিনি ও।

গৌতম গম্ভীর সংসদের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, “আইন ব্যবস্থায় উন্নতি করার প্রয়োজন রয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টের সিদ্ধান্তই শেষ কথা হওয়া উচিৎ আর অভিযুক্তদের আগে আর্জি দেওয়ার অধিকার থাকা উচিৎ নয়। সেই সঙ্গে যদি ওদের ফাঁসি দেওয়া হয় তো তাদের দয়া ভিক্ষার আবেদন দেওয়ার অধিকার পাওয়া উচিৎ নয়। যদি অভিযুক্তরা পালানোর চেষ্টা করছিল তো আমি পুলিশের সঙ্গে রয়েছি”।