গণেশ চতুর্থীতে মোদির দেশবাসীকে শুভেচ্ছা টুইট বার্তায় শিব পার্বতী পুত্র গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা

0

সমাচার ডেস্ক:দেশের বীর জওয়ানদের লড়ছে ভারতের সীমান্তে কখনো লাদাখ কখনোবা পাকিস্তান সীমান্তে। আবার দেশের ভেতরেই করোনা যোদ্ধারা প্রতিমুহূর্তে লড়াই করছে স্বাস্থ্য পরিষেবার সাথে। এর মাঝেই নরেন্দ্র মোদির গণেশ চতুর্থীর বার্তা সকল ভারতবাসীর উদ্দেশ্যে।

সকালে টুইট প্রধানমন্ত্রী লেখেন, “গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা। আশা করি ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সবসময় আমাদের উপর থাকবে।

সবার জন্য খুশি ও সৌভাগ্যের প্রার্থনা করি।”
অমিত শাহও। তিনিও টুইট করে লেখেন, “দেশবাসীকে গণেশ চতুর্থীর এই শুভ দিনে অনেক শুভেচ্ছা।”