সিংহাসনের স্বপ্ন পূরণ; উদ্ভব পুত্র, শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার মহারাষ্ট্রের মসনদে মন্ত্রী পদে

0

সমাচার ডেস্ক: মহারাষ্ট্রের ভোট হওয়ার পর অনেকেই অংক কষে ছিলেন যে এখানে হয়তো একক সংখ্যাগরিষ্ঠতায় আসতে পারে কোন দল। কিন্তু সময় যত এগিয়েছে সংখ্যাতত্ত্বের বিচারে পরিসংখ্যানগুলো ভোল বদল করেছে। আর শেষ পরিণতিতে তিনটি দলের সাথে তৈরি হয়েছে সরকার।

আর বিজেপি সেখানে একেবারে বিরোধী দল হিসেবে হয়তো নেতৃত্ব দেবে। সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণ করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এর আগে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ‘মারাঠা স্ট্রংম্যান’ শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। এবার শিবসেনা, কংগ্রেস ও এনসিপি মন্ত্রিসভাতেও তিনি উপমুখ্যমন্ত্রী হিসাবেই শপথ নেবেন।

মুখ্যমন্ত্রীর ছেলে তথা শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও মন্ত্রী হতে চলেছেন। বিধানসভায় বেলা একটা থেকে শুরু হবে শপথগ্রহণ। তবে এই শপথ গ্রহণের আগে মন্ত্রিত্ব পদ নিয়ে অনেকটাই কোন দল তৈরি হয় কিন্তু অবশেষে তার সমাধান সূত্র বের হয়।মহারাষ্ট্রে সর্বাধিক ৪৩ জন মন্ত্রী হতে পারেন। নিয়ম হল রাজ্যে যতজন বিধায়ক আছেন, মন্ত্রিসভার সদস্য তাঁদের ১৫ শতাংশের বেশি হতে পারবেন না। মহারাষ্ট্রে বিধায়কের সংখ্যা ২৮৮।