উত্তর কাশ্মীরের বারামুলার চিরুনিতে জঙ্গিদের অর্থ সাহায্য করছে সন্দেহ চার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনআইএ-র গোয়েন্দারা। রবিবার সকাল থেকেই চলছে এই তল্লাশি অভিযান । জানাগিয়েছে ওই চার ব্যবসায়ী নাম তারিখ আহমেদ, আসিফ লোন, তারিখ আহমদ, বিলাল বাট । নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই চারজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
তথ্যসূত্র : জিনিউজ