সমাচার ডেস্ক: কেন্দ্র সরকার যেন থামতেই চাইছে না তাদের এক একটি বিল পাস করানোর দৌড়ে।একদিকে 370 ও 35A ধারা বিলোপ অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত করে দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বন্ধ।এমন ধরনের পদক্ষেপ নিয়ে বিজেপি সরকার যেভাবে পাওয়ার প্লে চালাচ্ছে তারপরে জন্ম নিয়ন্ত্রণ আইন নিয়ে চলছে চাপানউতোর।
নাগরিকত্ব সংশোধন আইনে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে সিএএ প্রতিবাদকে কেন্দ্র করে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ (Sakshi Maharaj) বিরোধী দলগুলিকে আক্রমন করেছেন। বিরোধী দলগুলিকে আক্রমন করতে গিয়েই সাক্ষী মহারাজ জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন।
সাক্ষী মহারাজ বলেন উনি বলেন এই দেশে ৪ টি বিবি আর ৪০ টি বাচ্চা নেওয়া চলবে না। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে আসবো। উনি বলেন, ‘আমরা দুই আমাদের দুই সবার দুই’। ২০২৪ সালের আগেই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনা হবে বলে জানান সাক্ষী মহারাজ।