কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী গৃহবন্দি

0

কাশ্মীর: কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী মেহবুবা ইফতি ও ওমর আবদুল্লাহসহ আরও এক নেতাকে গৃহবন্দি করা হয়েছে।গতকাল রাতে তাদের গৃহবন্দি করার নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে ।কাশ্মীরের বেশ কিছু এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর,জম্মু বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা।স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। গতকাল জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷

যদিও গতকাল রাত ১১ টা নাগাদ ওমর আবদুল্লার টুইট করে তিনি লেখেন,আমার বিশ্বাস আজ মধ্যরাত থেকে আমাকে গৃহবন্দী করে রাখা হবে ৷ মূলধারার অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রেও এই প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গেছে ৷ এটা সত্যি কি না তা জানার কোনও উপায় নেই ৷ তিনি আরও বলেন,১৪৪ ধারা জারি করা কোনওভাবেই সাধারণ নয়।