ফরেন্সিক রিপোর্টে পশু চিকিৎসকের দগ্ধ দেহের নমুনায় মিলল ৪ ধর্ষকের ডিএনএ

0

ওয়েব ডেস্ক: ফরেন্সিক রিপোর্টে হায়দরাবাদ চিকিৎসকের দগ্ধ দেহের নমুনায় মিলল ৪ ধর্ষকের ডিএনএ । ঘটনাস্থল থেকে পশু চিকিৎসকের সংগৃহীত স্যাম্পেলের সঙ্গে মিলে গেছে মৃত ৪ অভিযুক্তের স্যাম্পেলও। চিকিৎসকের অন্তর্বাসে মেলা বীর্যের থেকেই মিলেছে ৪ ধর্ষকের ডিএনএ।

অভিযুক্তরা হল- জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০), মহম্মদ আরিফ (২৬) এবং চিন্তাকুণ্ড চন্নাটকভুলু (২০)। চারজনই স্থানীয় নারায়ণপেট জেলার বাসিন্দা। চারজনই ট্রাক কর্মী।

অভিযুক্তদের চিকিৎসক হত্যার ঘটনাস্থলে নিয়ে যাচ্ছিল, তখন তারা পালানোর চেষ্টা করে। এরপরই ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশ তাদের এনকাউন্টার করে দেয়।

ধর্ষণকাণ্ড অনেকদিন ধরে সর গরম ছিল রাজনীতি। দেশ ছিল তার বিচার চাওয়ার জন্য। অবশ্যই বিচার মিলল অন্যপথে। তবে এই পথে বিচারের আশায় দেশ যখন তার প্রকৃত দোষীদের শাস্তি দিতে পারল তার অদ্ভুত নিদর্শন হয়ে থাকল ভারতের ইতিহাসে।