ক্লাস সিক্সে প্রথম প্রেম, জেনেনিন শ্রাবন্তীর প্রথম প্রেমের কাহিনি

0

সমাচার ডেস্ক:অভিনেত্রীর লাভ লাইফ বা বিয়ে নিয়ে বিতর্কের শেষ নেই।  শ্রাবন্তী প্রেমে পড়েছেন বেশ কয়েকবার, সংসারও পেতেছেন। তবে তা সুখের হয়নি, দু-বার বিয়ে ভেঙেছে এবং তৃতীয় বিয়েও ভাঙনের মুখে। গত বছর অক্টোবর থেকেই বনিবনা নেই রোশন-শ্রাবন্তী। এখন শুধু  বিচ্ছেদে আইনের শিলমোহর পড়া বাকি।

টলিগঞ্জে গুঞ্জন  শ্রাবন্তীর এখনকার প্রেম নাকি অভিরূপ নাগ চৌধুরীর ।  তবে  জানেন কি শ্রাবন্তীর প্রথম প্রেমিকের গল্প? নায়িকার ৩৫তম জন্মদিনে জেনেনিন তার প্রথম প্রেমের কাহিনি ।  টেলিভিশনে সৃজিত মুখোপাধ্যায়ের টক শো ‘সঙ্গে সৃজিত’-এর মঞ্চে শ্রাবন্তীর প্রথম প্রেমের গল্পে বলেন নায়িকার দিদি স্মিতা , ‘ক্লাস সিক্সে শ্রাবন্তী প্রেম করেছিল আমাদের পাড়ার একটা ছেলের সঙ্গে। খুব কাছাকাছি বাড়ি ছিল আমাদের, জানলা দিয়ে ইশারায় কথা চলত, ছেলেটির নাম ছিল রাহুল ‘।

প্রথম প্রেমের কথা স্বীকারও করেছিলেন শ্রাবন্তী। বলেছিলেন , ‍’আমি দোকানে যাওয়ার বাহানা করে ওর সঙ্গে দেখা করতাম, তার আগে ,  দিল সে বা কুছ কুছ হোতা হ্যায়-এর গান চালাতাম। দোকানে গিয়ে ও আমাকে প্রজাপতি বিস্কুট খাওয়াতো ’।অনুভূতিগুলো পালটে গেলেও ,  প্রথম প্রেমের কথা আজও ভুলতে পারেননি শ্রাবন্তী।