অবশেষে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল নিভে গেছে, মারা গেছে ১০০ কোটির বেশি প্রাণী!

0

অবশেষে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল নিভে গেছে। প্রায় ১১ মিলিয়ন হেক্টর জায়গায় কয়লার স্তূপ ও ছাই জমে গেছে। এছাড়া ১০০ কোটিরও বেশি প্রাণী মারা গেছে।আবারো বহু গাছে নতুনভাবে পাতা ও ডালপালা বের হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুনভাবে পাখ-পাখালিতে মুখর হয়ে উঠবে জঙ্গল।প্রায় ৩০ জন মানুষও নিহত হয়েছেন।

অস্ট্রেলিয়ার ৬ রাজ্যের ৪ টিই দাবানলের কবলে পড়ে। দাবানলের আগুন থেকে পালানোর সুযোগটাও পায়নি বণ্য প্রাণীরা। শুধু তাই নয় জলের সঙ্কটের শঙ্কায় ১০ লাখ উট গুলি করে হত্যার পরিকল্পনা এবং পরে কার্যক্রম শুরুর ঘটনা বহু মানুষকে কাঁদিয়েছে।

তবে অতিবৃষ্টির জেরে নিভে গেছে দাবানল। বৃষ্টির কারণে আকস্মিক বন্যাও দেখা দিয়েছে। এরই মধ্যে দাবানলে পুড়ে যাওয়া গাছে পাতা গজানো দেখে হাসি ফুটেছে বিশ্বের মানুষের।

সাম্প্রতিক,দাবানলে ক্ষতিগ্রস্থদের সাহায্য করার জন্য একটি ম্যাচ আয়োজন করা হয়। সেখানেই এক ওভার খেলতে দেখা যায় সচিনকে।সেদিনের ম্যাচ থেকে যত উপার্জন হবে তা দাবানলে ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেওয়া হয়েছে।