“রণে বনে জলে জঙ্গলে” বাবা লোকনাথের অশেষ কৃপা রক্ষা করবে মানবজাতিকে বিপদের মহামুহূর্তে

0

সমাচার ডেস্কঃবাংলার ঘরে ঘরে বিপুল সংখ্যক ভক্তের কাছে পূজিত বাবা লোকনাথ৷ রক্ষা করবেন তিনি রণে, বনে, জলে, জঙ্গলে বিপদে পড়লেই৷ অভয় দিয়েছেন তিনি এই ভাবেই সবাইকে। স্বয়ং শিবের অবতার বাবা লোকনাথ বলে অনেকেই মনে করেন৷

বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে ১৭৩০ খ্রিষ্টাব্দের ৩১ আগস্ট (১৮ ভাদ্র, ১১৩৭ বঙ্গাব্দ) কলকাতা থেকে কিছু দূরে ২৪ পরগণার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলাদেবী। তিনি ছিলেন তার বাবা-মায়ের ৪র্থ পুত্র। বর্তমানে করোনা আবহের যুগে ভক্তের ভগবান হয়ে তার শিষ্যরা দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন। তার অশেষ কৃপা রক্ষা করবে সমস্ত মানব জগতকে এমন বাণী তিনি দিয়ে গেছেন এক সময়। তার প্রতি নিশ্চল ভক্তি ভাবনা মানবজাতিকে রক্ষা করবে এই মহা বিপদ থেকে এমনটাই আশা করে তার ভক্তবৃন্দ।

1)রণে-বনে-জলে-জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্বরণ করিও, আমিই রক্ষা করিব।”

2)”বাক্যবাণ, বন্ধুবিচ্ছেদবাণ ও বিত্তবিচ্ছেদবাণ; এই তিনটি বাণকে সহ্য করিতে পারিলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায়”

3)এ আমার উপদেশের স্থল নয়, আদেশের স্থল ।