ফসল রক্ষা করতে গিয়ে বিষ দিয়ে ২৩ ময়ূর হত্যা করলেন কৃষক !

0

এক নজরে

বিষ মেশানো দানা শস্য খেয়ে মারা গেছে ২৩টি ময়ূর।
অভিযুক্ত দোষী দিনেশ কুমারকে পুলিশ গ্রেফতার করেছেন।


ওয়েব ডেস্ক:
ফসল বাঁচাতে ফসল বপনের আগে ইঁদুর বা ওই জাতীয় প্রাণীদের হাত থেকে ফসল বাঁচাতে বিষ মিশিয়ে দেন এক কৃষক। সেই বিষ মেশানো দানা শস্য খেয়ে মারা গেছে ২৩টি ময়ূর। খবর-এএনআই।ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানের জেলার সেরুনা গ্রামে।ওই কৃষকের নাম দীনেশ কুমার।

রাজস্থানের বন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন ,ওই কৃষকের মটর খেতের চারপাশে মৃত ময়ূরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। অভিযুক্ত দোষী দিনেশ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে।মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়।