
কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে পরিস্থিতি শিথিল রাখতে লাগাতার টহলদারি চালাচ্ছে সেনারা । শনিবার কারফিউ জারির পর পরিস্থিতি শিথীল হলে পর বহু মানুষ রবিবার শ্রীনগরে ঈদের কেনাকাটায় যোগদেন বহু মানুষ । আজ শ্রীনগরে কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ঈদ উদযাপন। হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রীনগরের বেশিরভাগ মসজিদে ঈদের নমাজ পাঠের অনুমতি দেওয়া হয়নি।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি সহ বেশ কয়েকজন রাজনীতিবিদদের স্থানীয় মসজিদে নমাজ পাঠের অনুমতি দিয়েছেন ।। সরকারি ভাবে শনিবার নিরাপত্তা শিথিল করার পরে শ্রীনগরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেনি, তার জেরেই রবিবার থেকে ফের সেখানে কারফিউ জারি করা হয়। শ্রীনগরে ঈদ উদযাপনের জন্য কয়েকটি সাময়িক বাজার তৈরি করা হয়েছে । ঘরেঘরে মোবাইল ভ্যানের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে তাদের প্রয়োজনীয় সামগ্রী । মানুষজনকে তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সুবিধা করতে অনেক জায়গাতেই বিশেষ টেলিফোন বুথও বসানো হয়েছে।