কয়লা চোরাচালান মামলায় মুখ্যমন্ত্রী মমতার ভাইপো অভিষেক ও আট আইপিএস অফিসারকে তলব ইডির, দিল্লিতে চলবে জিজ্ঞাসাবাদ

0
Mamata banerjee

সমাচার ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কমার নামই নিচ্ছে না। একদিকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তাঁর সরকারের মন্ত্রী থাকা পার্থ চ্যাটার্জি কারাগারের পিছনে, অন্যদিকে, এখন কয়লা চোরাচালান মামলায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যের আট সিনিয়র পুলিশ অফিসারকে (আইপিএস) দিল্লিতে তলব করেছে প্রশ্ন করার জন্য

ইডি আধিকারিকদের মতে, তলব করা আইপিএস অফিসারদের মধ্যে রয়েছে জ্ঞানবন্ত সিং (এডিজি, সিআইডি), কোটেশ্বর রাও, এস সেলভামুরুগান, শ্যাম সিং, রাজীব মিশ্র, সুকেশ কুমার জৈন এবং তথাগত বসু। এই আইপিএস অফিসারদের নয়াদিল্লিতে ইডি-র অফিসে হাজির হওয়ার জন্য একটি তারিখ দেওয়া হয়েছে, তিনি বলেন, এই আইপিএস অফিসাররা কয়লা চোরাচালান মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকার ইঙ্গিত দিয়েছেন। কেলেঙ্কারিতে এই কর্মকর্তারা লাভবান হয়েছেন বলে প্রমাণ রয়েছে। তাদের সবাইকে চোরাচালান হয় এমন এলাকায় পদায়ন করা হয়েছে। এই আট অফিসারের মধ্যে সাতজনকে গত বছরও ইডি তলব করেছিল। আমাদের জানিয়ে দেওয়া যাক যে কয়লা চোরাচালান মামলায় সিবিআই তদন্ত চলছে, ইডি এটিতে অর্থ পাচার মামলার তদন্ত করছে।

কয়লা পাচার মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইডি-র রাডারে এসেছেন। এই বছরের মে মাসে, সুপ্রিম কোর্ট ইডিকে কয়লা চোরাচালান মামলায় তার ভাগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা ব্যানার্জিকে জেরা করার অনুমতি দিয়েছিল। এরপর অভিষেক ব্যানার্জি ও রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।