সমাচার ডেস্ক:SSC দুর্নীতি নিয়ে ফের বড়সড় খবর সামনে এসেছে, এবার কোনো ফ্ল্যাট নয়,মাটির নীচে যকের ধন ! অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee ) শান্তিনিকেতনের বাগানবাড়ি ‘অপা’-য় আজ (বুধবার) ED আধিকারিকেরা তল্লাশি চালিয়ে, ইতিমধ্যেই দু-ঘণ্টা পেরিয়ে গিয়েছে,এখনও তল্লাশি চলছে।
প্রথমে ঘরের ভিতরে তল্লাশি করা হয় তার পর বাগানের মধ্যে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। মাটির নীচে যকের ধন রয়েছে কিনা তার খোঁজেই শাবল দিয়ে বাগানের মাটি ঠুকে-ঠুকে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
জানিয়ে রাখি মঙ্গলবার রাতে শান্তিনিকেতনে পৌঁছে গেছিলেন ED-র একটি দল। আজ বুধবার সল্টলেকর সিজিও কমপ্লেক্স থেকে ছটি গাড়ি বেরিয়েছে।
জেলায় জেলায় হানা দিতে পারে আজ। খবর অনুযায়ী আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় সঙ্গে যোগ রয়েছে এমন বাড়িতে হানা দিতে পারবেন ইডি।ইডির প্রতিনিধি দলগুলির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।