রবিবার (২১ জুন ) মহাজাগতিক এই সূর্যগ্রহণের বিরল দৃশ্য দেখবার জন্য এখন মুখিয়ে রয়েছে ভারত। তবে শুধু উত্তর ভারত নয় পাশাপাশি মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে কলকাতা। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এদিন ভারতের অধিকাংশ জায়গা থেকে মোটামুটি ভাবে এই সূর্যগ্রহণ টি দেখা যাবে। তবে শুধু সূর্য গ্রহণ নয় রবিবার এই বছরের সব থেকে বড় দিন।
সূর্যগ্রহণের সময়সূচি
আংশিক গ্রহণ শুরু হবে সকাল ৯.১৫ মিনিট নাগাদ।
পূর্ণ দশা দেখা যাবে ১২.১০ মিনিট নাগাদ।
পূর্ণ দশা শুরু হবে ১০.১৭ মিনিট নাগাদ।
আংশিক দশার শেষ বিকেল ৩.০৪ নাগাদ।
কলকাতা : সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে দুপুর ২ টো ১৭ মিনিট
ফালাকাটা : সকাল ১০ টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৮ মিনিট পর্যন্ত।
আলিপুরদুয়ার : সকাল ১০ টা ৫০ মিনিটে গ্রহণ শুরু হবে। গ্রহণ চলবে দুপুর ২ টো ১৯ মিনিট পর্যন্ত।
বাগডোগরা : সকাল ১০ টা ৪৬ মিনিটে শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত।
মালদা : সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে ২ টো ১৭ মিনিট পর্যন্ত
জলপাইগুড়ি : সকাল ১০ টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট।
কার্শিয়াং : গ্রহণ শুরু হবে ১০ টা ৪৬ মিনিটে।চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত।
উত্তর দিনাজপুর : সকাল ১০ টা ৪৫ মিনিটে শুরু হবে। দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত চলবে। গ্রহণ তুঙ্গে উঠবে বেলা ১২ টা ৩৪ মিনিটে।
রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ : সকাল ১০ টা ৪৬ মিনিটে শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট পর্যন্ত।
বালুরঘাট : সকাল ১০ টা ৪৭ মিনিটে শুরু হবে। দুপুর ২ টো ১৮ মিনিট পর্যন্ত চলবে।