সমাচার ডেস্ক: পুজোর আগেই আবহাওয়া নিয়ে বড় আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর।রাজ্যজুড়ে নিম্নচাপ তৈরির সম্ভাবনা হয়েছে এর ফলে অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আওয়া দপ্তর। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
আর কটা দিন তারপর থেকেই বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে ,ইতিমধ্যে চোঁখ রাঙাচ্ছে বৃষ্টি।আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে চতুর্থী থেকে সপ্তমী পরিষ্কার থাকবে আকাশ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের উপরে কিছুটা থাকবে তাই আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে অষ্টমী থেকে দশমী পর্যন্ত এমন আবহাওয়া থাকবে।
কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর,হাওড়া, হুগলি এই সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে তৃতীয়া পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চতুর্থী থেকে পরিষ্কার আকাশ থাকবে এই জেলা গুলিতে।