দুর্গা পুজোর আনন্দ ছেড়ে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে শ’দেড়েক

0

হক জাফর ইমাম, মালদা:দুর্গাপূজার আনন্দর পরিবর্তে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন প্রায় শ’দেড়েক মালদায় ডেঙ্গু আক্রান্ত রোগী। কেউবা মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে, আবার কেউবা জেলার বেসরকারি নার্সিংহোমে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে জেলার স্বাস্থ্যকর্তাদের দাবি পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণেই রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতির উপর কড়া নজরও রাখা হয়েছে।

মালদহের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অমিতাভ মণ্ডল বলেন,২০১৯ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় প্রায় ৩০০জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই। আমরা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছি। ডেঙ্গু প্রতিরোধের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতিও আমরা গাজোলে গিয়ে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলেছি। তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব রুখতে গেলে পৌরসভা থেকে পঞ্চায়েত পর্যন্ত সব স্থানীয় কর্তৃপক্ষকেই সজাগ থাকতে হবে।তবে শেষ দু’মাসে মালদায় কত জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তার নির্দিষ্ট হিসাব আলাদা করে করা হয়নি বলে জানিয়েছেন।

মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখানে ২০জনেরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মেডিক্যাল সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডাঃ অমিত দাঁ জানান, আমি কয়েকদিনের জন্য ছুটিতে রয়েছি। তবে যেটুকু জানি তাতে আমাদের হাসপাতালে ২২ থেকে ২৫জন রোগী ডেঙ্গুর আক্রান্ত হয়ে ভরতি রয়েছেন। তাঁদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। প্লেটলেট আপাতত মজুদ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমরা এখনও উদ্বেগের কারণ দেখছি না।

তবে, চরম আশঙ্কায় দিন কাটাচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যরা। অনেকেই প্লেটলেট নেওয়ার জন্য হত্যে দিচ্ছেন মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।