নারী সাজে সেজেছেন আয়ুষ্মান খুরানা , এইনিয়ে ইতিমধ্যেই সামনে এসেছে এক মজার ভিডিও । সকলই তাকে ডেকেছেন “আয়ুষী” বলে । সোশ্যালে ভয়ানক ভাইরাল সেই ক্লিপিং দেখতে দেখতে নাকি হাসিতে পেটে খিল ধরে যাচ্ছে দর্শককের! কী আছে ভিডিওয়? আয়ুষ্মানের সহ অভিনেতা নুসরত বারুচা যে ক্লিপিংস শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, আয়ুষ্মান ‘রাধা’ সেজেছেন! আর সেই সাজে খামতি না রাখতে অভিনেতা নথ , চুড়ি, শাড়ি, ঘোমটা কিছুই পরতে এবং জড়াতে ভোলেননি। সঙ্গে তেমনই অঙ্গভঙ্গি। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের দিনে দমফাটা হাসি হাসতে হাসতে এই ভিডিও চুটিয়ে এনজয় করছেন নেটিজেনরা।শুধু ভিডিও শেয়ার করেই ক্ষান্ত হননি নুসরত। সঙ্গে টিপ্পনিও নাকি কেটেছেন নাথনি বলে ডেকে। ভিডিও শেয়ার সময় ক্যাপশনে নুসরত আয়ুষ্মানকে মজা করে ডেকেছেন আয়ুশী বলে। দেখুন ভিডিও-র ঝলক:
View this post on Instagram
Meet my #DreamGirl co-actor @ayushmannk… oops co-actress Aayushi 🤪 #BTS #13KoMainTeri