ড্রাগনের বিষবাষ্প প্যাংগং লেক এর কাছে যুদ্ধাস্ত্রের সম্ভারে তৈরি ভারত

0

সমাচার ডেস্ক: ভারতের আকাশ এখন ছেয়ে গেছে বারুদের গন্ধে। হ্যাঁ তবে লাদাখ সীমান্তে এখন প্যাংগং লেক এর কাছে চলছে চূড়ান্ত পরিস্থিতি। তবে যুদ্ধের নিয়ে নয় চিন এর দাপাদাপি কে বন্ধ করবার জন্য ভারতের আগ্রাসন।

টহল দিচ্ছে সুখোই-৩০, মিরাজ-২০০০ ফাইটার জেট ও মিগ-২৯ ফাইটার জেটের নয়া ভার্সন। শক্তিশালী এই ব্রম্ভাস্ত্র গুলো একের পর এক মজুত করছে ভারত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডাবল ইঞ্জিন মাল্টিরোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেটগুলির অন্যতম হল এই সুখোই। এই ফাইটার জেট থেকে আবার ব্রাহ্মস মিসাইল ছোড়ার প্রযুক্তিও রয়েছে ভারতের।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের বাহিনীর মুখোমুখি সংঘাতের আগে থেকেই লাদাখে টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করা শুরু করেছিল ভারতীয় বাহিনী। কারণ ভারত আগেই জেনেছিল বেজিং বারবার করে পিছন দিক থেকে আঘাত করতে মরিয়া। সেই সঙ্গে সুখোই, মিরাজ, মিগ-২৯ এর যুদ্ধবিমানও তৈরি রাখা হয়েছে। নামানো হয়েছে অ্যাটাক হেলিকপ্টার ও সশস্ত্র হেরন ড্রোন।