দূরদর্শন এর মাধ্যমে শুরু হচ্ছে ক্লাস!কি জানাল শিক্ষামন্ত্রী? 

0

সমাচার ডেস্ক: “আজ সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘ভার্চুয়াল ক্লাস যেভাবে হয়, আমরা পড়ুয়াদের সেভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি৷ এবং সেখানে নির্দিষ্ট অধ্যায়ের উপরে আলোচনা করা হবে৷ ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের আগে ও পরে বা চলাকালীন ইমেল, হোয়াটস্যাপ, ফোন করে সরাসরি প্রশ্ন করতে পারবেন৷ অনুষ্ঠান শেষে বাড়িতে বসে পড়ার জন্য একটি অ্যাক্টিভিটি ট্যাক্স দেওয়া হবে৷

অনুষ্ঠানের পরে বাড়িতে বসে তা করতে হবে পড়ুয়াদের৷ যখন স্কুল খুলবে তখন স্কুলের শিক্ষকের কাছে তা জমা দিতে হবে৷, ‘আগামী ৬, ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত এই এক ঘণ্টা দূরদর্শনের মাধ্যমে বিশেষ অধ্যায়ে নিয়ে বিশিষ্ট শিক্ষকরা শিক্ষাবিদরা ক্লাস নেবেন৷ ইমেল কিংবা হোয়াটসঅ্যাপ, ফোন করে তাঁরা প্রশ্ন করতে পারবেন৷ অনুষ্ঠান শেষে এক টিভি অ্যাক্টিভিটি ট্যাক্স দেওয়া হবে