‘ট্রেন কি নিজে থেকেই বেলাইন হয় ? মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা, সিবিআই তদন্ত চাইলেন বিজেপি সাংসদ

0

সমাচার ডেস্ক: গতকাল বড় দূর্ঘটনা ঘটে গেল ময়নাগুড়িতে, ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেসের লাইনচ্যুত হয়ে এখনও পর্যন্ত ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন চল্লিশ জনের বেশি।বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ এই দুর্ঘটনায় ট্রেনটির ৪টি কামরা লাইন থেকে ছিটকে পড়ে।

প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় অনুযায়ী চলছিল বিকানের – গুয়াহাটি এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি ছাড়ার পর দোমোহনি ও নিউ ময়নাগুড়ির মাঝখানে লাইন থেকে ছিটকে পড়ে ট্রেনটির অন্তত ৪টি কামরা। তার মধ্যে ২টি কামরা একে অপরের ওপরে উঠে যায়।

তবে জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)৷ নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,’সামনে নির্বাচন, অনেক বছর রেল নিয়ে কোনও বাজে খবর হয়নি৷ মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা৷’ এই মন্তব্য করার সঙ্গে বিকানের এক্সপ্রেসের বেলাইন হওয়ার জন্য সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি।

গতকাল রাত থেকেই চলছে উদ্ধার কাজ, রাতের অন্ধকারে যাতে উদ্ধার কাজে বাধা না হয় তাই জেনারেটার ও আলোর ব্যবস্থা করা হচ্ছে। জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে ৩০টি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে উদ্ধার কাজে।