চিনেন এই ফল ? এতে রয়েছে প্রচুর রোগের অ্যান্টিজেন ?

0

ওয়েব ডেস্কঃ হালকা টক আর মিষ্টি স্বাদের ফল ডেউয়া । এতে আছে জিঙ্ক, লৌহ, পটাশিয়াম, ভিটামিন সি, খাদ্যআঁশ , টার্ট, অ্যান্টিঅক্সিডেন্ট । যকৃতের নানা অসুখ নিরাময়ে এর খাদ্যআঁশ সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের কারণে পেটব্যথা কমাতেও ডেউয়া সহায়তা করে। এতে বিদ্যমান পটাশিয়াম রক্ত চলাচল, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। ডেউয়া ওজন কমাতেও সাহায্য করে। এতে থাকা লৌহ রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। খাবারের রুচি বাড়াতে সাহায্য করে ডেউয়াতে থাকা ভিটামিন সি। এর অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ডেউয়া নানা ধরনের ক্যানসারের জীবাণু রোধে সাহায্য করে। সর্দি-কাশি সারাতে এর ভূমিকা অনেক। এ ফল চুলপড়া রোধে সহায়তা করে।