জেলায় জেলায় তল্লাশি,অনুব্রত-ঘনিষ্ঠ নেতা ও ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা!

0

সমাচার ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত ঘনিষ্ঠ নেতার বাড়িতে ED-র হানা। জানিয়ে রাখি মঙ্গলবার রাতে শান্তিনিকেতনে পৌঁছে গেছিলেন ED-র একটি দল। আজ বুধবার সল্টলেকর সিজিও কমপ্লেক্স থেকে ছটি গাড়ি বেরিয়েছে।

জেলায় জেলায় হানা দিতে পারে আজ। খবর অনুযায়ী আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় সঙ্গে যোগ রয়েছে এমন বাড়িতে হানা দিতে পারবেন ইডি।ইডির প্রতিনিধি দলগুলির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

সূত্রের খবর অনুযায়ী,আজ (বুধবার) হানা দেওয়া হতে পারে উত্তর চব্বিশ পরগনা ও বীরভূম সহ একাধিক জেলায়। বুধবারই শান্তিনিকেতনে পৌঁছেছে ইডির একটি দল। খবর অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের লুকিয়ে থাকা একাধিক সম্পত্তির হদিস পেয়েছে ED।

এই টানা উত্তেজনার মধ্যেই এবার ইডির একটি দল পৌঁছে গিয়েছে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং এক নেতার বাড়িতে।এই মুহূর্তে খবর অনুযায়ী এই হানার সঙ্গে কোন সম্পর্ক নেই SSC দুর্নীতি মামলার ।