দিশেহারা ড্রাগন,আত্মনির্ভর ভারত নিজেই বানাবে রাখি,8 হাজার কোটি টাকার ব্যবসা বন্ধ চীনের

0

সমাচার ডেস্ক: চলে আসছে রাখি পূর্ণিমা। আর তাকে ঘিরে এবার চীনকে বড় ধাক্কা দিতে তৈরি আত্মনির্ভরশীল ভারত। কাজ হারিয়েছে বহু মানুষ। তারা এখন বহু জন রাখি পূর্ণিমায় রাখি বানিয়ে তা বিক্রি করবা চিন্তাভাবনা রয়েছেন।

গোটা ভারতের বাজার ছেয়ে যাবে ভারতীয় রাখিতে। চীনের রাখি বহিস্কারের জন্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর ব্যবসায়ীরা এই বছর চীনের রাখি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে।

এমনকি চীনের থেকে আসা সামগ্রী দিয়ে তাঁরা রাখি বানাবে না বলে জানিয়ে দিয়েছে। ভারতে রাখি পূর্ণিমার উৎসবে চীন প্রায় প্রতিবছর ৪ হাজার কোটি টাকার ব্যাবসা করে। আর এবার এই টাকা সম্পূর্ণ ভাবে ভারতে থাকবে। ভারতের মানুষের কাজে লাগবে।

রাখীবন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতের কবজিতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারাজীবন তাকে রক্ষা করার শপথ নেয়। এরপর ভাই-বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায়। উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ে সহোদর ভাইবোন ছাড়াও জ্ঞাতি ভাইবোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও রাখীবন্ধন উৎসব প্রচলিত