সমাচার ডেস্ক: জনপ্রিয় অভিনেতা-সংগীত শিল্পী কিশোর কুমারের জন্মদিনের শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন,“জিন্দেগী কৈসি হ্যায় পাহেলী হায়, কভি তো হাসায়ে কভি য়ে রুলায়ে … একদিন সপ্নো কা রাহি, চলা জায়ে সপ্নো সে আগে কাঁহা …”।
কিন্তু এই গানটি কিশোরকুমারের নয় এই গানটি ছিল সঙ্গীতশিল্পী মান্না দের। ফেসবুকে পোস্টটি করার পর তার এই ভুল অনেকেই ধরিয়ে দিয়েছেন।এরপর থেকেই দিলীপ ঘোষের এই পোস্টটিকে নিয়ে হাসিঠাট্টা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
কিন্তু এটাই প্রথম নয় এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে দিলীপ বাবুর সঙ্গে।এর আগেও দিলীপ ঘোষ ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল করে বসেছিলেন।