সমাচার ডেস্ক: সুশান্তকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ‘জরা ঠহরো’ আজকের (সোমবার) মুক্তি স্থগিত রাখলেন আরমান মালিক।কারণ আজ অর্থাৎ ৬ জুলাই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ট্রেলার মুক্তি পাচ্ছে।আজ ৬ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল আরমান মালিকের নতুন সিঙ্গল ‘জারা ঠহরো’।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমি এইমাত্র জানলাম দিল বেচারার ট্রেলার ৬ই জুলাই মুক্তি পাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের গোটা টিম সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে আমাদের সিঙ্গল জারা ঠহরোর মুক্তি্য সময় পিছিয়ে দিচ্ছি। আগামী ৮ই জুলাই মুক্তি হবে। আপনাদের এই অপেক্ষার জন্য অনেক ধন্যবাদ।
তিনি আরও লিখেছেন, সুশান্তকে অফ স্ক্রিন এবং অন স্ক্রিন দেখার অভিজ্ঞতা বরাবরই আনন্দ দেয় আমাকে। সুশান্তের চলে যাওয়াটা আমার জীবনের একটা ব্যক্তিগত ক্ষতি।