১১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি শীতলতম দিন দিল্লিতে 

0

ওয়েব ডেস্ক:সমস্ত উত্তর ভারত প্রচন্ড শীতে কাঁপছে। এরমধ্যে রাজধানী দিল্লি কাটালো শতাব্দীর শীতলতম ডিসেম্বরের দিন। ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়া দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার সর্বনিম্ন উষ্ণতা ছিল ২.৫° সেলসিয়াস। জানা গেছে যে, ১৯৯৭ সালের ২৮ শে ডিসেম্বর দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১.৩°।

India Meteorological Department (IMD) সূত্রে জানা গেছে, বেলা ২.৩০ পর্যন্ত সফদারজং এ উষ্ণতা ছিল ৯.৪°সেলসিয়াস, পালামে ৯°সেলসিয়াস, আয়াননগরে ৭.৮° সেলসিয়াসএবং লোধি রোডে ৯.২°সেলসিয়াস।