দিল্লি: দিল্লির জ়াকির নগরে একটি পাঁচতলা আবাসনে আগুন। ঘটনাটি রাত আড়াইটার দিকে ঘটেছে।২জন শিশুসহ নিহত ৬ জন । আহত আরও ১১ জন।তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ দমকলের ৪ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সব অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিল । নিজের জীবন বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ দেন ৷ দমকলের কর্তৃপক্ষ জানিয়েছে,ইলেকট্রিক বক্স থেকে আগুন লাগে।