সমাচার ডেস্কঃ- আরজিকর হাসপাতালের ডাক্তার গান ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় যে বার্তা দিলেন তা এখন গোটা বিশ্বের কাছে পায় স্পেশাল পরিণত হল। করোণা যোদ্ধাদের সম্মান জানাতে মোদির প্রত্যেকটা বাণী মেনে চলছে গোটা ভারতবাসী। এমনই খবর আসছে চারদিক থেকে। সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে এ পাড়ার বধূরা কাঁসরঘন্টা নিয়ে মেতেছেন। পাড়ায় পাড়ায় বাজে উঠলো মন্দিরের ঘন্টা। মানুষের হাতে বেজে উঠল কাশর। ঘরের গৃহবধূদের মুখে ধ্বনিত হল শঙ্খেরফু।
অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত ১ দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১০০ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এই নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭। মৃতদের মধ্যে রয়েছেন একজন বিদেশী। তিনি ইতালির বাসিন্দা বলে জানা গেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, পাঞ্জাব, জয়পুর এবং বিহারে করোনায় মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে দেশজুড়ে চলছে জনতা কার্ফু।