সিএএ এর বিরোধিতা করলে লাশ গুনতে হবে, বিরোধীদের রীতিমতো হুমকি দিলেন দিলীপ ঘোষ

0

ওয়েব ডেস্ক: বিরোধীদের হুমকি দিয়ে আবারও বিতর্ক তৈরি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বিরোধীদের বলছি, সারা দেশে লাশ গুনতে হবে এবার। সমাজবিরোধীদের যেভাবে শায়েস্তা করা উচিত, সেই পন্থাই নেওয়া হবে। সমালোচনার ঝড় শুরু হয়েছে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে।

একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল রাজ্য বিজেপির পক্ষ থেকে এবং সেখানেই দিলীপ বাবু এই হুঁশিয়ারী দেন। তিনি প্রশ্ন করেন, যখন সিএএ-বিল পাস করা হলো রাজ্যসভায় তখন তৃণমূলএর আটজন সাংসদ কোথায় ছিলেন, তারা প্রতিবাদ করেননি কেন। একসময়ে লোকসভার অধ্যক্ষকে কাগজ ছুড়ে মারা মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন উল্টো কথা বলছেন। এ দ্বিচারিতার জবাব চান দিলীপ ঘোষ।