ওয়েব ডেস্ক: ছত্তিশগড়ে ফের আইইডি বিস্ফোরণ। শহিদ সিআরপিএফের এক জওয়ান। ঘটনাটি আজ ভোর ৬টা ১৫ মিনিট ছত্তিশগড়ে দান্তেওয়াড়ার বোদলির কাছে মেলওয়াহি সিআরপিএফ ক্যাম্পের কাছেই আইইডি বিস্ফোরণটি ঘটে।শহিদ জওয়ানের নাম রোশন কুমার তিনি ১৯৫ ব্যাটেলিয়নের সদস্য ছিলেন।