সমাচার ডেস্কঃ- সারাদেশে এখন চতুর্থ দফার লকডাউন । এখন শুধু গৃহবন্দী জীবনযাপন । বন্ধ সবকিছুই । যা করার বাড়িতে করতে হবে । এসময়ে ক্রিকেট সম্রাট সচিন তেন্ডুলকরও এমনই দিনকাল কাটাচ্ছেন । ইনস্টাগ্রামে শেয়ার করছেন পুরোনো নানান ছবি , যা স্মৃতি ভাগ করে নিচ্ছে সকলের কাছে ।
ইতিমধ্যেই , ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও যেখান দেখাযাচ্ছে , লকডাউনে নিজের বাড়িতেই স্যাঁলো, পার্লার বানিয়ে ফেলেছেন ক্রিকেট সম্রাট সচিন তেন্ডুলকর। বাড়িতে থেকে তার ছেলে অর্জুনের চুল সচিন নিজেই হাতেই কাঁচি দিয়ে কেটে দিয়েছেন । সেলুনের মতো দারুণ একটা স্টাইলও করে দিলেন । এই ভিডিও সচিন তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন ।
View this post on Instagram
As a father you need to do everything, be it playing games with your kids, gyming with them or for that matter cutting their hair. However the haircut 💇♂️ turns out you’ll always be handsome @arjuntendulkar24 😀 Special thanks to my salon assistant @saratendulkar