আমফান মোকাবিলায় প্রস্তুত, মমতাকে চিঠি দিচ্ছেন সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি

0

রাজীব ঘোষ: – বিগত বাম জমানার প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় এবারেও প্রস্তুত আমফান মোকাবিলায়। রাজ্যের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়াবিদদের কথায়, ঘূর্ণিঝড় আইলার থেকেও শক্তিশালী আমফান। উপকূলবর্তী এলাকা বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় প্রবল প্রতাপ দেখাতে পারে আমফান।

সুপার সাইক্লোন এর খবর পেয়ে তার আগাম প্রস্তুতি সেরে ফেলেছেন সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। এক সংবাদমাধ্যমকে বলেন, যত বড় দুর্যোগ আসুক তৈরি আছি। রায়দিঘি তে আমার স্ত্রীর একটা স্কুল আছে। সেখানে সবার থাকার ব্যবস্থা করেছি। ২০০০ ত্রিপল, একটা নৌকা ১০০ কুইন্টাল চাল, ৩ লক্ষ টাকার ওষুধের বন্দোবস্ত করা হয়েছে। এখানে যাদের মাটির ঘর রয়েছে তাদের সবাইকে সন্ধ্যা নামার আগে স্কুলে চলে যেতে বলেছি।

রাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দেওয়া হচ্ছে। শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, এর আগে নেপালে কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের কয়েকজন শ্রমিক আইনি জটিলতায় আটকে যান। যেহেতু নেপালে কমিউনিস্ট সরকার। তাই সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি কূটনৈতিক ভূমিকা পালন করেন। দলের নির্দেশে কাঠমান্ডু গিয়ে তিনি এই ভূমিকা পালন করেন। শ্রমিকদের ছাড়িয়ে আনেন।

এর আগেও যখন বুলবুল ঘূর্ণিঝড়ের সময় রাতে ঝড় জল মাথায় নিয়ে ধুতি হাটুর উপর তুলে টর্চ হাতে রায়দিঘি এলাকার গ্রামে গ্রামে ঘুরে মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন কান্তি গাঙ্গুলি। সবাইকে ডেকে নিয়ে স্কুলে রেখেছিলেন। আইলার সময় ও গ্রামে গ্রামে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধার ও ত্রাণ এর কাজ করেছিলেন।

অনেকের অভিযোগ, কান্তি গাঙ্গুলি কে হারানো তৃণমূল বিধায়কের দেখা পাওয়া যায় না। তবে কান্তি গাঙ্গুলীর কথায়, রাজনীতি মানেই কি ভোটে জেতা। রাজনীতি মানে দেশপ্রেম। লোকের পাশে একটু থাকা ভরসা জোগাতে কি অনেক টাকার দরকার হয়। এর আগে একাধিকবার প্রাকৃতিক বিপর্যয়ের সময় কান্তি গঙ্গোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। তিনি দুর্যোগের সময়ে বন্ধু। এবারও আমফান সাইক্লোনের খবর পেয়ে প্রস্তুতি নিয়েছেন কান্তি গাঙ্গুলি ।