এই প্রথম ভারতীয় নৌবাহিনীতে করোনার থাবা, মুম্বইয়ে আক্রান্ত ২০ নৌসেনা কর্মী

0

সমাচার ডেস্ক: এবার মুম্বইয়ে ভারতীয় নৌসেনার ঘাঁটিতে করোনাভাইরাসের থাবা। এই পর্যন্ত অন্তত ২০ জন নৌসেনা কর্মীর শরীরে করোনার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তাদেরকে মুম্বইয়ে নৌসেনার একটি হাসপাতালে কোয়ারানটিন করা হয়েছে । এই প্রথম ভারতীয় নৌসেনায় করোনা সংক্রমণের খবর মিললো। এই করোনা আক্রান্তদের সঙ্গে কারা কারা সংস্পর্শে এসেছে তাদের খোঁজ চলছে । এর আগে ভারতীয় সেনাবাহিনীতে আটজনের শরীরে করোনাভাইরাসের খোঁজ মিলেছে

এই পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩৭৮ জন, মৃত্যু হয়েছে ৪৮০ জনের । এই পর্যন্ত চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৯১ জন। অন্যত্র চলে গিয়েছে একজন। এদিকে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭। সুস্থ হয়ে উঠেছন ৫৫ জন। ১০ জনের মৃত্যু হয়েছে।